সন্দ্বীপের ইতিহাস সম্পর্কে আমাদের বর্তমান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এই ওয়েবসাইটি একটি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে । এই ওয়েবসাইটি ব্যাবহারের ফলে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সন্দ্বীপবাসি এবং তাঁদের নতুন প্রজন্ম সন্দ্বীপ সম্পর্কে অনেক অজানা তথ্য সংক্ষিপ্ত আকারে জানতে পারবেন ।এই ওয়েবসাইটিতে আমাদের সন্দ্বীপের যে সকল কৃতি সন্তানরা তাঁদের মেধা এবং শ্রম দিয়ে সন্দ্বীপের ভাবমূর্তি উজ্জ্বল করে আসছে তাদের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা হইয়েছে । সন্দ্বীপের ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে বর্তমানে এবং পূর্বে অনেক লেখক বিভিন্ন প্রকার পুস্তক রচনা করেছেন যাহার হুবাহু তথ্য এই ওয়েবসাইট তুলে ধরা সম্ভব নয় । কিন্তু উনাদের রচিত সন্দ্বীপের ইতিহাস এবং সমাজ ও সংস্কৃতি সম্পর্কে নানাবিদ তথ্যের ভিত্তিতে সমন্বয় সাধন করে বিভিন্ন উপাত্ত ও উদৃতির উপর লখ্য পোষণ করা হইয়েছে মাত্র । প্রচলিত কপিরাইট আইনের প্রতি সম্মান রেখে নিন্ম লিখিত সূত্র থেকে পাওয়া তত্বের ভিত্তিতে এই ওয়েবসাইটের যাবতীয় কনটেন্ট লিপিবদ্ধ করা হয়েছে ।
- উইকিপেডিয়া
- বিভিন্ন অনলাইন পোর্টাল (একুশে টিভি , দৈনিক আজাদী , ডেইলি সংগ্রাম , চিন্তা ভাবনা, নোয়াখালী অবজার্ভার , এবং অন্যান্য )
-দ্বীপের চিঠি , শ্বাশত সন্দ্বীপ , সন্দীপের ইতিবৃত্ত এবং আরো অনেক
- ইংল্যান্ড ভিত্তিক ওয়েবসাইট
- বাংলাদেশ সরকারে ওয়েবসাইট
এই ওয়েবসাইটটি শুদু মাত্র সন্দ্বীপের ইতিহাস সম্পর্কিত তথ্য বাংলা এবং ইংরেজিতে শেয়ার করার নিমিত্তেই তৈয়ারি হইয়াছে । কোনো রকম রাজনৌতিক উদ্দেশ্যে নয় । সুতরাং আমাদের নতুন প্রজন্মের কাছে সন্দ্বীপের ইতিহাস পৌঁছে দেয়ার জন্য এই www.amarsandwip.com পথ চলা |
আপনিও হতে পারেন সন্দ্বীপের গর্বিত একজন । আপনার দেয়া তথ্য এবং সহযোগিতা আমাদের সন্দ্বীপের ইতিহাস এবং ঐতিহ্যকে আমরা বিশ্বর দরবারে তুলে ধরতে পারব অতি সহজে । যেকোনো তথ্য নির্ভর বিষয় নিম্নের ইমেইল এ পাঠাতে পারেন । পাঠানোর সময় আপনার নাম এবং পেশা , বর্তমান ঠিকানা, ফোন নম্বর অবশ্যই যুক্ত করবেন
Email : ufmlny@gmail.com